
অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিমকে গ্রেফতার করেছে।
এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার দুইজন হলেন, কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৪০) ও পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামে অভিযান চালিয়ে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]