
ফেনীতে অভিযান চালিয়ে ৭৮কেজি গাঁজা ও ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, রবিবার ভোরে ফেনীস্থ ৪ বিজিবি সদস্যরা পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত থেকে এসব চোরাচালান জব্দ করেন।
বিজিবি সূত্র জানা গেছে, ভোর রাতে ভারত বাংলাদেশ পরশুরাম সীমান্ত এলাকা কেতরাংগা, ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৭৮ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রীপিস, লেহেঙ্গা এবং ঔষধ গাইট পেলে রেখে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা এসব মালামাল গুলো জব্দ করেন। এঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত গাঁজার মুল্য ২০ লক্ষ টাকা এবং অন্যান্য মালামালের মুল্য ১৯ লক্ষ টাকা।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন জানান, সীমান্ত চোরাচালান বন্ধে গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে। একই সাথে টহল জোরদার করা হয়েছে। ভোরে বিজিবি সদস্যদের কঠোর টহল ও অভিযান টের পেয়ে চোরাকারবারিরা গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় মালামাল রেখে পালিয়ে যায়। জব্দকৃত মালামালগুলো ফেনীস্থ কাস্টমসের নিকট ও গাঁজাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে হস্তান্তর করা হয় ।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]