জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন : নজরুল ইসলাম
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫২
জাতীয় স্বার্থে অবিলম্বে নির্বাচন দিন : নজরুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ যারা সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা করছেন তারা জনস্বার্থের কথা ভুলে বসে আছেন। দেশের মানুষের স্বার্থে- জাতীয় স্বার্থে অবিলম্বে জাতীয় নির্বাচন দিন। তিনি বলেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দ্রুত ঘোষণা করুন।


রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন এর সভাপতিত্বে বিএনপির গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের একটি অনন্য দলিল- জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইতিকথা। ৩১ দফায় ফ্যাসিবাদ বিরোধী সব ব্যবস্থার কথাই বলা আছে।


তিনি আরো বলেন, দুই মাসের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয় নাই। বিএনপি সহ সমমনা দলগুলো দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনার পতনের আন্দোলন চালিয়েছে।


শেষের দিকে এসে আন্দোলনে শরিক হলেই সব কৃতিত্ব তাদের হয়ে যায় না। দীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামে বিএনপি ও সমমনা দলের অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে।


তিনি আরো বলেন বাংলাদেশের কিছু নতুন পুরাতন রাজনৈতিক দল আছে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করছে বিএনপি নাকি সংস্কার চায় না। সংস্কার একটি প্রক্রিয়া। মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। মাত্র কয়েকটি বছরে গণতন্ত্রকে জবাই করেছে।


বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেন, মানুষের দোয়ায় ফাঁসির রশি থেকে মুক্তি পেয়েছেন আব্দুস সালাম পিন্টু।


সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাই চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুল হক নাসির ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল প্রমুখ।


এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com