'মানুষ যত বেশি নামাজমুখী হবে, সমাজ তত বেশি অপরাধমুক্ত হবে'
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৭
'মানুষ যত বেশি নামাজমুখী হবে, সমাজ তত বেশি অপরাধমুক্ত হবে'
লামা (বান্দরববান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অর্ন্তবতীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে মানুষ নামাজ মুখি হবে। যত বেশি মানুষ নামাজমুখি হবে, সমাজ তত বেশি অপরাধমুক্ত হবে।


রবিবার দুপুরে (২৩ ফেব্রুয়ারি) বান্দরবান জেলার লামা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালী উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অন্য ধর্মলম্বীরা যাতে করে আমাদের চাল-চলন দেখে বুঝতে পারে ইসলামের সৌন্দর্য, সেজন্য আমাদেরকে ইসলামের মৌলিক অনুশাসনগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।


উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, থানা পুলিশের অফিসার তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউেন্ডেশন বান্দরবানের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিন, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমিজ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, ইমাম সমিতির সাধারন সম্পাদক কাজী মাও. মো. ইলিয়াছ ও সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বলেন, মাহে রমজানের সওগাত হিসেবে সারাদেশে উদ্বোধনের অপেক্ষায় থাকা মসজিদগুলো খুলে দেয়া হচ্ছে।


প্রসঙ্গত, লামা উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে নির্মাণ করে। ১২ কোটি ৫৯ লক্ষ টাকা চুক্তি মুল্যে মেসার্স প্রমিনেন্ট ইঞ্জিনিয়াস গণর্পূত অধিদপ্তরের মাধ্যমে ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেন।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com