
এ বছরেই সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের সড়ক জনপদের মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘এ বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই। কেবল কয়েকটা জনসভা শুরু করেছি। আমি ড. ইউনূসকে বলব, ভাই আপনি ভালো লোক, এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাইয়েন না।’
তিনি বলেন, ‘তারেক সাহেবের ১৭ বছর চেষ্টা উদ্যোগ, সংগ্রাম কম কথা নয়। তিনি তো প্রধানমন্ত্রী হবেন। এ বছরেই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। সেই দিনের জন্য আজকেই সবাই হাততালি দেন। ধানের শীষ বাংলার গৌরবের প্রতীক, ধানের শীষ শহীদ জিয়ার শীষ, ধানের শীষ মাওলানা ভাসানীর শীষ, ধানের শীষ বেগম জিয়ার শীষ।
’
তিনি আরো বলেন, ‘আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কী ফেলে দিলেন, কী হয়ে গেলেন। ৮০০টি ভাই, কারো স্বামী, কারো সন্তান এখনো ফিরে আসেনি। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন, তবু আপস করেননি। বেটা কই ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। ৬০ লাখ মামলা। কয়টা মামলা আছে তোমার? ৬০ লাখ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারেনি।’
দুদু বলেন, ‘এমনি এমনিই বাংলাদেশ মুক্ত হয়ে গেল? এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা নির্বাচনে বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দেবে তারপর বুঝে দেখবেন নির্বাচন করবেন কিনা। বিএনপিকে চিনেন নাই এখনো।’
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আসবেন বরণ করব, বিচার হবে ফাঁসি কাষ্ঠে ঝুলবেন। একটা দুটো মারেন নাই তো, হাজার হাজার গণহত্যা করেছেন। একটা ব্যাংকেও টাকা নেই। এত বড় চোর পরিবার। বাড়ির লোকও ৪০০ কোটি টাকা চুরি করেছে। শেখ মুজিব ৪০ হাজার বিরোধীদলীয় নেতাকর্মী হত্যা করেছে।’
এ সময় তিনি ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিএনপি নেতাদের কেউ কেউ দলের মধ্যেই আগে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন।
জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ও বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, সাবেক এমপি অ্যাডভোকেট রীনা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট আদম সুফি, যুগ্ন আহবায়ক ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক এম এ মজিদ, বিএনপি নেতা ইউনুস শেখ প্রমুখ। সমাবেশে জেলা, পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]