
সাভারে ধারালো সুইচ গিয়ার চাকুসহ দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী নয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেতারকৃত দুই কিশোর গ্যাং সদস্যরা হলো, তুহিন ও শিহাব।
পুলিশ জানায়, সকালে অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার চাকু ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা দুইজন এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলো। তাদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সকালে সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]