এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ইবিতে বিক্ষোভ
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০২
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ইবিতে বিক্ষোভ
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

লেটের এমসি কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মী কর্তৃক শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯ টায় ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়।


মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মন্ডল ও গোলাম রাব্বানীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এসময় সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর উপর শিবিরের হামলার বিচারের দাবি জানান তারা। একই সাথে আওয়ামী দোসরদের বিচার ও তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনায় হাসিনার পরিবারের নাম পরিবর্তনের দাবি জানান তারা।


এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই আন্দোলনে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি। গণঅভ্যুত্থানের পরে কেউ আওয়ামী স্বৈরাচারের মতো সন্ত্রাসী কাজ করলে আমরা তাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধভাবে লড়ে যাবো।


বিবার্তা/জায়িম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com