চাঁপাইনবাবগঞ্জে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২৪
চাঁপাইনবাবগঞ্জে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা।


এছাড়া দিবসটি উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের ন্যায় এবারও পরম মমতায় বাঁশ-কঞ্চি ও মাটি দিয়ে শহীদ মিনার তৈরি, বেদী ও বিদ্যালয়ের মাটির ভবনের দেয়ালে আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।


২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল ইচ্ছেমত, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিষয় জাতীয় পতাকা ও চতুর্থ-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল শহীদ মিনার। অন্যদিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা প্রতিযোগিতার। বিজয়ীদের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানে পুরস্কার দেয়া হবে।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com