ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৬
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া সদরে দিগন্ত বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আরেক জন আহত হয়েছেন।


বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কের আলাকপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ওমর ফারুক চিনাইর গ্রামের জারুলতলা এলাকার শওকত ভূইয়ার ছেলে। ফারুক গ্যাসফিল্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত ফজলে রাব্বী (২২) একেই এলাকার আনু মিয়ার ছেলে।


এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর অভিমুখী দিগন্ত বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজ শিক্ষার্থী ওমর ফারুককে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ফজলে রাব্বীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অতঃপর দিগন্ত বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com