আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৯
আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটির ফেনী জেলা শাখা।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফেনীর মিজান ময়দানে এ উপলক্ষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া।


ফেনী জেলা জামায়াতের ইসলামির আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর একেএম শামসুদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ।


ফেনী জেলা জামায়াতের ইসলামির সেক্রেটারী মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলটির জেলা সহ সেক্রেটারী এড.জামাল উদ্দিন,প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিমসহ জেলা ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নের্তৃবৃন্দ।


এরপর শহরের মিজান রোড় থেকে প্রায় অর্ধলক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ রোড়, ট্রাংক রোড,শহীদ শহিদুল্লাহ কায়ছার সড়ক হয়ে মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়।


এসময় 'নারায়ে তাকবির আল্লাহু আকবার, জামায়াতে ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ'। 'মুক্তি চাই মুক্তি চাই,আজহার ভাইয়ের মুক্তি চাই'।'আমার ভাই কারাগারে খুনি কেন বাহিরে?' জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দাও দিতে হবে'।এছাড়া জামায়াতের মার্কা দাঁড়ি পাল্লা মার্কাফিরিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো ফেনী শহর।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com