উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫১
উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে যে যুবক সরাসরি কুপিয়েছেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই যুবকের নাম আলফাজ। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, সোমবার রাতে ঘটনার পরপরই রবি রায় (২২) ও মো. মোবারক হোসেন (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।


উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত আরও তিন জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে আমাদের চেষ্টা চলছে। গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা। উত্তরার সাত নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ‘বেপরোয়া’ একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এর প্রতিবাদ করেন।


এরপর রিকশায় ধাক্কা দেওয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় ও এক পর্যায়ে কিল-ঘুসি মারে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্রসহ ওই দম্পতির ওপর চড়াও হয়। এক পর্যায়ে স্বামীকে প্রাণে বাঁচাতে ক্ষ্যাপাটে রামদা’র সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী।


এ ঘটনার একটি ভিডিও রাতেই ফেসবুকে ভাইরাল হয়, শুরু হয় ব্যপক সমালোচনা। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সড়কে একটি বাড়ির দেওয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারী ও এক পুরুষকে আঘাত করছেন দুই যুবক। এক পর্যায়ে হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে চলে যেতে দেখা যায়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com