টাঙ্গাইলে বিসিক শিল্পনগরীতে ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫
টাঙ্গাইলে বিসিক শিল্পনগরীতে ভোক্তা অধিকারের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র রমজান মাসকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার তারোটিয়া বিসিক শিল্প নগরীতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।


সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার।


এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস এন্ড ট্রেস্টিং ইন্সটিটিউশন এর স্ট্যান্ডার্ড চিহৃ ব্যবহারের লাইন্সেস না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য অননুমোদিত রঙ ও সাইড্রিক এসিড ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এ এস ফুড ব্যবারিজ ( ডিল) কোমল পানিয় কোম্পানি কে ৫০ হাজার জরিমানা টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম জেল দেওয়া হয়।


এছাড়াও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল কর্তৃক সদর উপজেলার বিসিক শিল্প এলাকার নকল কোমল পানীয় তৈরি করার অপরাধে আশা ফুড প্রডাক্ট কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।


অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এ অভযানে দুটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য নিয়ন্ত্রণ এবং নকল, ভেজাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যর অবৈধ মজুদ রোধে বিসিক শিল্প নগরীর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।


তিনি আরো বলেন নকল ও ভেজাল প্রতিরোধে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ইমরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com