
ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুহিলপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের মৃত ধন মিয়ার ছেলে ও ইকবাল হোসেন সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের মৃত তারা মিয়া সরকারের ছেলে।
এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অপারেশন ডেভিল হান্টের অভিযান চালিয়ে গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সদরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]