
যৌথ বাহিনী পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এ ফরিদপুরে বোয়ালমারী ও আলফাডাঙ্গায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
১৭ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ও দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও সহযোগিতার তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শামীম মোল্যা (৫৫), বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (৫০)। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকরামুজ্জামান ওরফে কুয়েতী আকরাম (৬৫) ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহম্মেদ (৩৮), সে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা- জালাল উদ্দিন আহমেদের ছেলে। তাকে বোয়ালমারীর গুনবহা তালতলা বাজার থেকে রবিবার বিকালে যৌথ বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করে আলফাডাঙ্গা থানা পুলিশ ।
এছাড়া সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদকে উপজেলার চিতারবাজার ও আনোয়ার হোসেনকে সৈয়দপুর থেকে গভীর রাতে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। অপরদিকে একই দিন কুয়েতি আকরামকে আলফাডাঙ্গার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রবিবার দিবাগত গভীর রাতে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অপরাধে ২জনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, চলমান পরিস্থিতিতে আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় বোয়ালমারী ও আলফাডাঙ্গার ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গ্রেপ্তারকৃতদের ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিলু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]