
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপ ভবনে সকাল থেকে ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে ৩০১ জন ভোটার বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন। দুটি প্যানেলে ১৭টি পদের বিপরীতে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৪ জন। নির্বাচনে আলহাজ্ব একরামুল হক প্যানেল এবং আবু তালেব-কাজী শাহাবুদ্দিন-মামুনুর রশীদ প্যানেলে ১৭ জন করে প্রার্থী অংশ নিচ্ছেন।
সোনামসজিদ স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে এমন ব্যক্তিদের ভোট দিয়ে বিজয়ী করতে ভোট প্রয়োগের কথা জানান ভোটাররা৷ মো: আবু তালেব, তালেব প্যানেলের প্রার্থী।
অন্যদিকে অপর প্যানেলের আলহাজ্ব মো একরামুল হক জানান, বন্দরে বৈধ পণ্যের আড়ালে যারা অবৈধ পণ্য আনে তা প্রতিরোধ এবং যে সমস্ত অনিয়ম রয়েছে সেগুলো দূর করে বন্দর কে গতিশীল করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওযাহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্সের পক্ষ থেকে বন্দরকে এগিয়ে নিতে জয়ী ও পরাজিত সবাইকে নিয়ে আমরা বন্দরকে এগিয়ে নিতে কাজ করব।
এ দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড. মো. গোলাম মোস্তফা জানান, সকাল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট প্রয়োগ করছেন আমদানি-রপ্তানিকারকগণ। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল আয়োজন করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]