
জামালপুরের সরিষাবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে নতুন কুড়ি স্কুলের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার এর সভাপতিত্বে ও বয়ড়া বাজার নতুন কুড়ি স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান রোকন তালুকদার, জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, হাফিজুর রহমান খান, বিদ্যালয় পরিচালক মনোয়ার হোসেন,মোস্তাফিজুর রহমানসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন। পরে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]