
রাজবাড়ীর কালুখালীতে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে মৃগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এম এ মতিন কে হককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মৃগী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলা, ভীতি সৃষ্টি, হত্যাচেষ্টাসহ নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]