
নরসিংদীতে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে রেলক্রসিংয়ে ট্রেনের সাথে থাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. শফিকুল ইসলাম (৩২)।
তিনি পার্শ্ববর্তী শিবপুর উপজেলার খৈনকুট গ্রামের মো. ফাইজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন এসি মেকানিকস বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে হাসনাবাদ হয়ে নরসিংদী শহরের দিকে আসতে ছিলেন।
পথিমধ্যে আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেনের সাথে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি ছিটকে পরে যান এবং তার মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়েছি এরকম একটি দুঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। স্থানীয় লোকজন জানিয়েছে, নিহতের আত্মীয়রা লাশ নিয়ে গেছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]