শেষ সময়ে বোরোধানের চারা রোপণে ব্যস্ত ঝিনাইদহের কৃষকরা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৮
শেষ সময়ে বোরোধানের চারা রোপণে ব্যস্ত ঝিনাইদহের কৃষকরা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের চাষিরা বোরো ধানের চারা রোপণে শেষ পর্যায়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সকালের শীত-কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে ধানের চারা রোপণ, আবার কেউ চারা রোপণের জন্য জমি তৈরি করছেন।


চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলায় মোট লক্ষ্যমাত্রার শতকরা হিসেবে ৯৭ ভাগ জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে।


সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষকরা সকালে ঘুম থেকে উঠে গায়ে হালকা গরম কাপড় আর মাথায় গামছা বেঁধে জমি তৈরির কাজ করছেন। কোন কৃষক জমির আইল ঠিক করেছেন। আবার কেউ জমি কলের লাঙ্গল দিয়ে চাষ করে, মই দিয়ে জমি সমান করে ধানের চারা রোপণের উপযুক্ত করে তুলছেন। সেই সাথে ব্যস্ত কৃষি শ্রমিকগণ। শ্রমিকেরা চাইছেন বেশি পরিমাণ জমিতে ধানের চারা রোপণ করে, বোরো মৌসুমে বেশি পরিমাণে আয় করতে। এখন পর্যন্ত ধানের বাজার দর ভালো থাকায় কৃষকরা আগ্রহ সহকারে ধান রোপণ করছেন।


জেলার সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের কৃষক মহিবুল ইসলাম জানান, তিনি এবছর ৩ বিঘা জমিতে ইরি ধান করবেন। এখন পর্যন্ত ২ বিঘা জমিতে ধানের চারা রোপণের কাজ শেষ হয়েছে। বাকি জমিতে কাঁদা তৈরির কাজ চলছে। আগামী কয়েক দিনের মধ্যে লাগানো কাজ শেষ হবে। প্রতি বিঘা জমিতে ধানের চারা সারি করে রোপণ করতে ২ হাজার ৮শ টাকা থেকে ৩ হাজার টাকা খরচ হয়। আর সাধারন লাগাতে ২ হাজার থেকে ২২' শ টাকা শ্রমিকের দিতে হচ্ছে বলে তিনি জানান।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার ( সংযুক্ত) মো. সাঈদ সিদ্দিকী বলেন, এ মৌসুমে জেলার ৬ উপজেলায় ৯০ হাজার ১৯৪ হেক্টর জমিতে বোরোধান লাগানো লক্ষ্যমাত্রা নির্ধারন করে কৃষি বিভাগ। এখন পর্যন্ত প্রায় ৯৭ ভাগ ধানের চারা রোপণ শেষ হয়েছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com