সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনী সভা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নির্বাচনী সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে একরামুল হক প্যানেলের পরিচিতি সভা হয়েছে।


১২ ফেরুয়ারি, বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে একরামুল হক প্যানেল পরিচালনা কমিটি’র আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্যানেল প্রধান এমিল এন্টারপ্রাইজের আলহাজ একরামুল হক।


সভাপতিত্ব করেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাবেক সভাপতি কবিরুল রহমান খান খোকন।


বিশেষ অতিথি ছিলেন মেরাজুল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, তাকিরুল ইসলাম, ড আতাউর রহমান, ওমর ফরুক সুমন, পেসনুর ট্রেডার্সের ইনজ্জামুল হক, বিপ্লব সরকার, সাইফুল ইসলাম, আলমগীর মোমিন, সেতাউর রহমান, সাদিকুল ইসলাম, ফারুকুল ইসলাম বাবু, বিএইচ ট্রেডিং এন্ড কোং এর বাবুল হাসনাত দুরুল।


অনুষ্ঠান সঞ্চাচলনা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর আমিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পপতি মফিজ উদ্দিন, আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মুস্তাফিজুর রহমান, সাজ্জাদ এন্টারপ্রাইজের মাসুদ রানা।


বক্তব্য রাখেন আল-আকসার গ্রুপের সাব্বির হক, নূর এন্টারপ্রাইজের নুরুল ইসলাম, নূরানী এন্টারপ্রাইজের ড. তাকিরুজ্জামান, আরিফ এন্ড আরর্ক এন্টারপ্রাইজের আরিফ উদ্দিন ইতি, সাব্বির এন্টারপ্রাইজের মেরাজুল ইসলাম, চেম্বারের সাবেক পরিচালক জামাল উদ্দিন, শাহবাজপুর ইউপির সাবেক মেম্বার তরিকুল ইসলাম, এসবি মাসুম এন্টারপ্রাইজের মাসুম বিল্লাহ, মেসার্স আওয়াল এন্টার প্রাইজের আব্দুল আওয়ালসহ প্রমুখ।


আগামী ১৫ ফেব্রুয়ারি সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩০২টি। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com