
বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন (৫৬) নামের এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে একজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের রহমতুল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী আবুল হোসেন সড়কে ছিটকে পড়ে গেলে ওই বাসের চাকাটি তার মাথার উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি এবং বাসটিকে আটক করেছি। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]