পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় পথচারী নিহত
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় পথচারী নিহত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা অনন্ত বাজার পাঁচ রাস্তার মোড়ে বেপরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় লক্ষণ কুমার দাস
(৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।


বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত লক্ষণ কুমার দাস পাবনা সদর উপজেলার শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে।


এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষণাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্ত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে পাবনা সদর থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।


এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সিনথিয়া সিনহা কেয়া নামে একজন বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া বাস ড্রাইভারের অসাবধানতায় সড়কে ঝড়লো একটি প্রাণ। পাবিপ্রবির বাস শহরের অনন্ত বাজার মোড়ে ইমাম গাজ্জালী স্কুলের সামনে গাড়ি চাপা দিয়ে একজনকে হত্যা করে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া বাস আব্দুল হামিদ রোডে চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com