চাঁচকৈড় হাটবাজার ইজারা ২ কোটি ৩১ লাখ টাকা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪২
চাঁচকৈড় হাটবাজার ইজারা ২ কোটি ৩১ লাখ টাকা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় হাটের ইজারা গত বছরের চেয়ে বেড়েছে প্রায় কোটি টাকা। চলতি বছরের ইজারা ছিলো ১ কোটি ৪০ লাখ।


১৪৩২ বঙ্গাব্দের জন্য বেড়ে দাড়িয়েছে ২ কোটি ৩১ লাখ টাকা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সর্বোচ্চ দরদাতা হিসাবে আব্দুর রহিম শেখ নতুন ইজারাদার নির্বাচিত হন।


পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁচকৈড় হাটের ইজারায় দুটি দরপত্র জমা পরে। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা আব্দুর রহিম ২ কোটি ৩১ লাখ টাকার বিনিময়ে আগামী বছরের জন্য ইজারাদার নির্বাচিত হন। নিকটতম দরদাতা ছিলেন তারই চাচাতো ভাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী ওমর আলী শেখ। তিনি ২ কোটি ২৭ লাখ টাকা দরপত্র দাখিল করে মাত্র চার লাখ টাকার ব্যবধানে ইজারা বঞ্চিত হন।


শান্তিপূর্ণ পরিবেশে ইজারা কার্যক্রম সম্পন্ন হওয়ায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।


উল্লেখ্য সাবেক মেয়র মো.শাহনেওয়াজ আলীর ছোটভাই ফারুক মোল্লা ১ কোটি ৪০ লাখ টাকায় চলতি বছরের হাট-বাজার ইজারা লাভ করেছিলেন।


নতুনভাবে কোনো টোল বৃদ্ধি করা হবে না এবং হাট বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে বলে আশ্বস্থ করেছেন নতুন হাট ইজারাদার আব্দুর রহিম শেখ।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com