
নাটোরের সিংড়ায় দুই ভ্যানের সংঘর্ষে ভ্যানযাত্রী মুজাফফর প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় সিংড়া উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের বড় শাঐল গ্রামের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুজাফফর প্রামানিক সিংড়ার কুচাবাড়ী গ্রামের মৃত ময়লাল প্রামানিকের ছেলে।
নিহতের ভাই আব্দুল মজিদ প্রামানিক জানান, সকাল ৮ টার দিকে মোজাফফর বাড়ী থেকে বের হয়ে ভ্যানে চড়ে বাজারে যাচ্ছিল। পথে হাতিয়ানদহ ইউনিয়নের বড় শাঐল লালস্কুল নামক স্থানে পাকা রাস্তার উপর সামনে থেকে আসা অপর একটি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান যাত্রী মোজাফফর প্রামানিক ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/রাজু /এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]