
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জিপিএ'র উপর ৩০ কমিয়ে ১২০ নম্বরের ভিত্তিতে পরিক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে এবং বাকি ২০ নম্বর থাকবে এসএসসি এবং এইচএসসির জিপিএ'র উপর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত একটি বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভর্তিচ্ছুদের এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-কে ২ দিয়ে গুন করে মোট ২০ নম্বর নির্ধারিত হবে। ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। দুটি যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে।'
এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা প্রথমে জিপিএ-র মার্ক বেশি রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ৫০ মার্ক কোনো শিক্ষার্থী শুধু জিপিএতে পেয়ে গেলে ভর্তি পরীক্ষার নম্বরের তেমন একটা প্রভাব থাকছে না। যার ভিত্তিতে আমরা আজকে আলোচনা করি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহের সাথে মিল করে আমাদের জিপিএ'র নম্বরটি কমিয়েছি।'
এর আগে, গত গত ২ ফেব্রুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে (দিনরাত যে কোন সময়, এমন কি বন্ধের দিনেও), চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনের যাবতীয় নিয়মাবলি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) দেওয়া রয়েছে।
বিবার্তা/প্রসেনজিত/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]