
নওগাঁর রাণীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা করেন নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
এদিন দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান, মামুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক, সম্পাদক সুকমল কুমার, প্রেস ক্লাব রাণীনগর এর সভাপতি মুরাদ চৌধুরি সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা।
সভায় উপস্থিত সংবাদ কর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার তথ্য, পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকরা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]