
রাজবাড়ীর পাংশায় সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় যুবলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ লিফলেট ১০ টি বাশের লাঠি উদ্ধার করা হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে শনিবার ভোর ৪ টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৌশালা বাস স্ট্যান্ডের পাশে বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পাংশা পৌরসভার চাঁদপুর এলাকার মৃত রহমত আলী শেখ এর ছেলে মো. নয়ন শেখ (৪০), নিশ্চিন্তপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. নাজমুল হোসাইন (৩৪) ও নারায়নপুর এলাকার মো. নজরুল কাজীর ছেলে মো. রবিউল ইসলাম বাবু (৩৮)।
পুলিশ জানায়, ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৌশালা বাসস্ট্যান্ড এলাকায় গ্রেফতারকৃত ব্যক্তিরা যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে সরকার বিরোধী আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি টহল টিম গিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা ছাত্রলীগ ও যুবলীগের ১৫/২০ জন পালিয়ে যায়।এসময় তাদের কাছ থেকে ৩০ পিচ লিফলেট ১০ টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় মো. জিল্লুল হাকিম (সাবেক রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি), তার ছেলে মিতুল হাকিম (জেলা আওয়ামীলীগের সদস্য) , খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি) ও আয়নাল সরদার (অতুল) এর নির্দেশে তারা লিফলেট বিতরণ করছিল।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, যানবাহন চলাচলের বাধা সৃষ্টি করে সরকার বিরোধী আওয়ামী লীগের লিফলেট বিতরণের অপরাধে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]