
নাটোরের গুরুদাসপুর পৌর সদরে অবস্থিত রোজী মোজাম্মেল মহিলা কলেজের তিনদশক পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রোজি মোজাম্মেল মহিলা কলেজের আয়োজনে কলেজ চত্বরে র্যালি, পতাকা উত্তলোন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সভাপতি ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক জনাব মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। বিশেষ অতিথি রিভার রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার মো. সাজিদুর রহমানের পক্ষে বক্তব্য রাখেন ইয়াকত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক মো. আলমাস উদ্দিন, বাংলাদেশ জাতীয় বিশ^বিদ্যালয়ের সহকারি কলেজ পরিদর্শক মো. ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও আমন্ত্রিত স্থানীয় অতিথিবৃন্দরা তাদের মুল্যবান বক্তব্য রাখেন। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সাবেক শিক্ষর্থীরা আনন্দে আত্মহারা হয়ে পরেন। অনেক দিনপর তাদের প্রিয় কলেজে একত্রিত হতে পেরে তারা অনেক খুশি। এছাড়া এমন অনুষ্ঠান আয়োজন করায় কলেজ কর্তৃপক্ষের নিকট তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষ কলেজের পক্ষ থেকে আমন্ত্রীত সকল অতিথিদের সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলণী অনুষ্ঠন শেষ হয়।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]