
রাজশাহী গোদাগাড়ী উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নিপীড়নের মামলায় তুষার নামের এক লম্পটকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ীর গোপালপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তুষার গোদাগাড়ী উপজেলার রামনগর গ্রামের মৃত একরামুল হোসেনের ছেলে।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৮ ডিসেম্বর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিশু হেলিপ্যাডের মাঠে খেলাধুলা করছিল। এসময় ভ্যানচালক তুষার ভিকটিমকে জলপাই খাওয়ানোর কথা বলে হেলিপ্যাড সংলগ্ন জঙ্গলের নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ বিষয় কাউকে জানালে ভিকটিমকে মেরে ফেলার হুমকি দিয়ে জনৈক রাজুর বাড়ির পাশে রাস্তায় রেখে দেয় দেয়। পরে ভিকটিম তার বাবাকে সব কথা খুলে বলে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. ইসমাইল হোসেন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা করেন। এরই ধারাবাহিকতায়, র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্প অপারেশন শুরু করে। এবং শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিকে ধর্ষণের বিষয়ে সত্যতা স্বীকার করে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]