নির্যাতন করে হত্যা, বিএসএফ ক্যাম্পে পড়ে আছে বাংলাদেশির লাশ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪১
নির্যাতন করে হত্যা, বিএসএফ ক্যাম্পে পড়ে আছে বাংলাদেশির লাশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের ওপারে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।


শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম।


স্থানীয়রা জানান, ফতেপুর ও রঘুনাথপুর ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের অভিযোগে ১১৫ বিএসএফ ব্যাটালিয়নের রেস ক্যাম্পের সদস্যরা ওই বাংলাদেশিকে আটক করে নির্যাতন চালায়।


নিহত বাংলাদেশি নাগরিকের নাম বারিকুল ইসলাম। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলমাঠ এলাকার সেতাউর রহমানের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, আটকের পর নির্যাতন করলে বারিকুল মারা যান।


নিহত বারিকুলের পরিবারের সদস্যদের উদ্ধৃত করে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বারিকুলসহ কয়েকজন ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করেন। এ সময় বারিকুল পড়ে গেলেও বাকিরা বাংলাদেশে পালিয়ে আসে। পরে রেস ক্যাম্পের সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে নির্যাতন চালায়। একপর্যায়ে তিনি মারা যান। তার মরদেহ বিএসএফ ক্যাম্পে রয়েছে।


বারিকুলের পরিবারের সদস্যরা জানান, নিহত বারিকুলের শরীরে আঘাতে নমুনা পাওয়া গেছে। ভারতীয় ভূখণ্ডে থাকা স্বজনরা শুক্রবার দুপুরে বাংলাদেশে বসবাসকারী স্বজনদের এমনটি জানান।


এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরউজ্জামান বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে গণমাধ্যমকে জানানো হবে।


এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ধরনের একটি খবর আমি বিভিন্ন মাধ্যমে এবং নিহত বারিকুলের পরিবারের সদস্যদের মাধ্যমে জেনেছি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com