
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-৩ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। এছাড়া ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনের বাড়ি, নিজাম হাজারীর নানার বাড়ির সোনাগাজী উপজেলা যুবলীগ সভাপতি হিরনের ঘর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ হামলা ও ভাঙচুর কাজে অংশ নেয় শতাধিক ছাত্র-জনতা।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্ররা ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে হামলার ঘোষণা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। পরে নাসিম চৌধুরীর বাড়ির দিকে রওনা দেন। রাত ৮টার দিকে শহরের ক্যাডেট কলেজ সংলগ্ন তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
পরে ফেনী রেলস্টেশন রোডের জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালানো হয়।
অন্যদিকে রাত ৯টায় সাবেক এমপি মাসুদ উদ্দিনের গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার সুলাখালী খোন্দকার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
তবে এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কোথাও দমকল বাহিনীকে দেখা যায়নি।
এতে অংশ নেওয়া সোহরাব হোসেন শাকিল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রোগ্রাম দেওয়া হয়েছিল। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী ছাত্র সমাজ ও আহত ভাইয়েরা মিলে আজকের কর্মসূচি পালন করি।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]