চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুলিশি বাধা ছাড়া ১৬ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবির।


শহর শাখা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ ঘুরে শান্তি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড. মোঃ গোলাম মোস্তফা, মোঃ এনায়েত উল্লাহ, শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীসহ অন্যরা।


এসময় বক্তারা বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সুদৃঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com