
রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দলিল লেখকদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পবা উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. মনিরুজ্জামান দুলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সাব রেজিস্ট্রার আয়েশা সিদ্দিকা।
এসময় দলিল লেখক সমিতির সদস্য সচিব মো. আসাদুজ্জামান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুজ্জামান কাজল, ক্যাশিয়ার আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম বাবু, সদস্য ওয়াসিম, আশরাফুল ইসলাম, শাহীন, আহসান হাবীব বাবু, জাফর। উপস্থিত ছিলেন সমিতির দলিল লেখক সদস্যবৃন্দ।
আলোচনা সভায় আগামীতে দলিল লেখক সমিতি পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]