চবির শেখ হাসিনা হলে সাংবাদিক হেনস্তায় চবিসাসের প্রতিবাদ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫
চবির শেখ হাসিনা হলে সাংবাদিক হেনস্তায় চবিসাসের প্রতিবাদ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের দ্বারা সাংবাদিক হেনস্তার ঘটায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (চবিসাস)।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক ও চবিসাসের নেতৃবৃন্দ।


ঘটনার বিবরণ দিয়ে ঢাকা মেইলের ক্যাম্পাস প্রতিবেদক ভুক্তভোগী সাংবাদিক রেদ্ওয়ান আহমদ বলেন, ‘একদল ছাত্র রাত ১১টার দিকে শেখ হাসিনা হলের সামনে থাকা হাসিনার ম্যুরাল ও পাকা-নৌকা ভাঙতে যায়। ঘটনার খবর পেয়ে আমরা কয়েকজন ক্যাম্পাস সাংবাদিক সেখানে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছুটে যাই। মেয়েরা হলের পশ্চিম দিকের গেইট ভেঙে শেখ হাসিনার ম্যুরাল এবং নৌকা প্রতীক ভাঙতে বাঁধা দিয়ে ছাত্রদের ইট-পাটকেল ছুঁড়তে থাকলে একপর্যায়ে তারা সরে যান।’


তিনি আরও বলেন, ‘এসময় আমরা ঘটনার ছবি-ভিডিও ধারণ করলে ছাত্রীরা আমাদেরকে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেন। সাংবাদিকের হেনস্তা করে উচ্চবাচ্য করেন, গালিগালাজ করেন, ফোনও কেড়ে নেন। এমনকি ছবি-ভিডিও ধারণ করলে তারা দুইজন সাংবাদিকের গায়ে হাত তুলেন। আমরা এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে বিচার চাই। আমরা ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা করতে চাই।’


এসময় ভুক্তভোগী সাংবাদিক আকিজ মাহমুদ বলেন, আমরা সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে শেখ হাসিনা হলের সামনে গিয়েছি। কিন্তু, আবাসিক ছাত্রীরা আমাদের ওপরে চড়াও হয়ে হামলা করেছে। তাদের এমন আচরণ ন্যাক্কারজনক। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে যেখানে ক্যাম্পাস প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের সকল বিষয়ের ওপর নজর রেখেছে, সকল অনিয়মের বিষয়ে তাদের কলম চালিয়েছে। হামলা করে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ হাসিনা হলের ম্যুরাল ও নৌকা ভাঙতে যাওয়া ছাত্রদের বাধা দিয়েছে হলের আবাসিক ছাত্রীরা। এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হেনস্তা ও গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটায় তারা।


সমাবেশে শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীদের দ্বারা হেনস্তার শিকার নারী সাংবাদিক অনিন্দিতা সরকার প্রথা বলেন, ‘আমরা সাংবাদিক, আমরা সত্যনিষ্ঠ কাজটা করতে যাই। আজকে শেখ হাসিনা হলের মেয়েরা সাংবাদিকদের সাথে যে আচরণ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। আমরা তাদের সমস্যাটাই জানতে গিয়েছি।


তিনি আরও বলেন, নারী সাংবাদিক হিসেবে তারা আমার সাথেও বেশ ন্যাক্কারজনক আচরণ করে। কিন্তু কোনো ঘটনা ঘটলেই সবার আগে ক্যাম্পাস প্রতিনিধিরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চলে আসে। কিন্তু তারা সাংবাদিকদের ওপর হামলা করে ফ্যাসিবাদের স্বরূপ দেখিয়েছে।


চবিসাস সভাপতি মোহাম্মদ আজহার বলেন, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কণ্ঠস্বর ছিল এই সাংবাদিক সমিতি। আজ এই সমিতির বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রীরা অবস্থান নিচ্ছে।আমরা জানি আপনারা কারা। অতি শীঘ্রই আপনাদের মুখোশ উন্মোচিত হবে।


তিনি আরও বলেন, নতুন প্রশাসন আসার পরে ছেলেদের আবাসিক হলগুলোতে এলোটমেন্ট দেওয়া হয়েছে। এর মাধ্যমে হলগুলো থেকে অনেকাংশেই ছাত্রলীগ বিদায় নিয়েছে। কিন্তু মেয়েদের হলগুলোতে আগে থেকেই এলোটমেন্ট থাকায় এখানে এখনো ফ্যাসিবাদের দোসররা অবস্থান নিচ্ছে। আমরা প্রশাসনকে বলে দিতে চাই, দ্রুত ব্যবস্থা নিন। আমরা সেই সংগঠন যারা ফ্যাসিবাদের সময়েও একদিনের মধ্যে এমন ঘটনার ব্যবস্থা নিশ্চিত করেছি।


এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি)রাত সাড়ে ১১টার দিকে একদল ছাত্র হাসিনার ম্যুরাল ও নৌকা প্রতীক ভাঙার চেষ্টা করলে ওই হলের ছাত্রীরা হলের পশ্চিম দিকের গেইট দিয়ে বেরিয়ে এসে ছাত্রদের বাঁধা দেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকবৃন্দ সংবাদ সংগ্রহের কাজ করতে থাকলে সাংবাদিকদের হেনস্তা করে কিছু ছাত্রী। একজন সাংবাদিকের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় ছাত্রীরা। শেখ হাসিনা হল ও ভিসির বাসভবনের সামনের চত্বরে এই ঘটনা ঘটে।


বিবার্তা/মহসিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com