
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের শীরফুর গাউছিয়া জামে মসজিদের সামনে আউলিয়া বাজার টু চম্পকনগরগামী পাকা রাস্তার উপর হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করে বিজয়নগর থানা পুলিশ।
বিজয়নগর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৪ ফেব্রুয়ারি ৭টা ৫ মিনিটে এসআই(নিরস্ত্র) মশিউর রহমান খান, এএসআই সাজ্জাদ হোসেন, সঙ্গীয় পুরুষ ও নারী কং সহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১০নং পাহাড়পুর ইউনিয়নের শীরফুর গাউছিয়া জামে মসজিদের সামনে আউলিয়া বাজার টু চম্পকনগরগামী পাকা রাস্তার উপর হতে ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন নারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত হলেন - মোসাঃ পপি বেগম (২৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মাছুম মিয়ার মেয়ে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আসামিসহ জব্দকৃত আলামত বিজয়নগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]