ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল না হলে সব খেলা বর্জন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল না হলে সব খেলা বর্জন
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফেনী প্রেসক্লাবে এ সম্মেলন থেকে সব ধরনের খেলা বর্জন, মাঠে অবস্থান ও লিফলেট বিতরণের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।


জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক কপিল উদ্দিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুুল ইসলাম তুহিন, জোনাকি সংসদের সভাপতি মহিবুল হক রাসেল, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, একাডেমি ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রবিউল হক রবিন, ম্যানসেস্টার ক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা প্রথম বিভাগ টিমের খেলোয়াড় মো: শাহাদাত হোসেন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম, ড্রাগন করাতের সভাপতি মাহফুজুর রহমান, আরাপাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক জাহিদুর রহমান প্রমুখ।


বক্তারা বলেন, প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের বাদ দিয়ে ফ্যাসিবাদী কায়দায় অপেশাদার লোকদের দিয়ে কমিটি করা হয়েছে। এ কমিটির ৯ সদস্যের মধ্যে ৮ জনকেই কখনো মাঠে দেখা যায়নি। বিতর্কিত এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত ফেনীতে কোনো খেলায় জেলার কোনো খেলোয়াড় অংশ নিবে না।


এর আগে উক্ত কমিটি বাতিলের দাবিতে গত ১ ফেব্রুয়ারি, ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ থেকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় জেলা সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকবৃন্দ।


উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি জেলাপ্রশাসককে আহ্বায়ক করে ৯ সদস্যের জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় যুব ও ক্রীড়া পরিষদ। কমিটি অনুমোদনের পর থেকে ফেনীর ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে কমিটির সদস্য আম্পায়ার জয়নাল আবদীন পদত্যাগ করেছেন।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com