
হত্যা চেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। পরে সকালে তাকে আদালতে উঠালে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুখ রুমি এই আদেশ দেন।
এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকার পদ্মা ডায়গনস্টিক সেন্টার থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। পরে র্যাব-১২ মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদি হয়ে অধ্যাপক আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]