রাজশাহী
কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; গ্রেপ্তার ৩
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
কাটাখালী থানার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার; গ্রেপ্তার ৩
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানা পুলিশ।


এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন মো. শিমুল (২৪), মো. আকতার হোসেন (৩৫) ও মো. সিহাব (২৬)। শিমুল রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মো. শামসুল হকের ছেলে, আকতার হোসেন মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মো: আ: সাত্তারের ছেলে এবং সিহাব মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলান আলীর ছেলে।


ঘটনা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মো. সোহাগ বাবু একজন অটোরিকশা চালক। সে গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় তিনজন যাত্রী নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা দেন। সে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে ঐ তিনজন যাত্রী তাকে থামতে বলে। এসময় তাদের সহযোগী আরেক ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখায়। পরবর্তীতে তারা ৪ জন মিলে অটোরিকশা চালক সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশাসহ তার কাছে থাকা ১৫শত টাকা ও ১ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। সোহাগর উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।


আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মমিনুল করিমের সার্বিক দিকনির্দেশনায় কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।


পরবর্তীতে কাটাখালী থানার এসআই আ. রাজ্জাক ও তার টিম ১ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শিমুল ও আকতারকে গ্রেপ্তার করেন। এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের সহযোগী শিহাবসহ অপর আসামিদের নাম প্রকাশ করে। এদিকে শিহাব একটি মামলার ওয়ারেন্টমূলে কাটখালী থানায় পূর্বে থেকেই আটক ছিল। আসামিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, আসামি শিমুলের বিরুদ্ধে পবা থানায় ১টি এবং সিহাবের বিরুদ্ধে কাটাখালী থানায় ৩ টি মামলা রয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com