
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় সচেতনতামূলক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গজালিয়া বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মাম্যাচিং প্রধান অতিথি ছিলেন।
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শমসের গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. সাইফুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী কোম্পানি।
এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন রাসেল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইয়াছিন আরাফাত বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]