ফেসবুকে স্ট্যাটাস দিয়ে
পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্যের পদত্যাগ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮
পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সদস্যের পদত্যাগ
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি থেকে ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে পদত্যাগ। পদত্যাগের ঘোষণা দেওয়া ওই সদস্যের নাম মো. সিহাব হোসেন । তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।


গত ২৯ জানুয়ারি বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল পাবনা জেলার আহবায়ক কমিটির অনুমোদন দেন।


শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ ফেসবুকে শিহাব হোসেন লেখেন, পদত্যাগ বিজ্ঞপ্তি আমি, মো. সিহাব হোসেন, পাবনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করছি। কিভাবে বা কেমন করে আমার নাম আসছে এই বিষয়ে আমি কিছুই জানি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত ছিলাম কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই।


সিহাব হোসেন বলেন , পাবনা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি করা হয়েছে এখানে আমার নাম আসছে তো আমি এখান থেকে পদত্যাগ করেছি। আমার নামটা মূলত আসছিল এখন বর্তমান জিনিস সদস্য সচিব মনজুরুল ইসলাম উনি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে তো উনি আমাকে বলেছিল যারা এই ভার্সিটি থেকে আন্দোলন করেছে তাদের একটা তালিকা তৈরি করা হবে যারা আন্দোলনে ভূমিকা রাখছে সে হিসেবে আমি আমার নামটা দেই পরবর্তীতে যখন এটা আহ্বায়ক কমিটি হয় এবং আমি পরে জানতে পারলাম এটা একটা রাজনৈতিকভাবে আগাচ্ছে তখন আমি এখান থেকে পদত্যাগ করি।


সংগঠনের পাবনা জেলার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ বলেন, আমরা যখন কমিটির জন্য সদস্য সংগ্রহ বা কমিটির জন্য আমরা তথ্য সংগ্রহ করছিলাম যারা নাম দিয়েছিল তাদের টোটাল নাম ফ্যামিলি বায়োডাটা সবকিছুই আমরা চেয়েছিলাম তাদের কাছে। এখন যে ছেলেগুলা বিষয়ে আপনারা কথা বলছেন তাদের নাম ডাটা সহ আমাদের কাছে পাঠিয়েছে কমিটিতে তারা থাকার জন্য এবং সে প্রমাণও আমাদের কাছে আছে যে পাঠিয়েছিল আমাদের ওইখানে যারা যারা কাজ করছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের সদস্য সচিব মনজুরুল ইসলাম সে আমাদেরকে দেখিয়েছে যে তার কাছে পাঠিয়েছিল তো তারা নিজেরা এটা পাঠানোর পরে সবকিছুতে তারা নিজেরাই অংশগ্রহণ করেছে কিন্তু কমিটি হওয়ার পরবর্তীতে কেন তারা এ ধরনের কার্যক্রম করছে বা কেন তারা পদত্যাগের সিদ্ধান্তে আসছে বা কেনই পোস্ট করছে এ বিষয়ে আমরা নিজেরাও এখন ক্লিয়ার না এটা হওয়ার কারণ কি এর পেছনে অন্য কোন ইন্ধন থাকলে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অনেকেই অনেকভাবে বিতর্কিত করার চেষ্টা করছে ।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com