শিরোনাম
ভোলাহাটে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৭:৫৬
ভোলাহাটে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডায়রিয়ায় আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। গত দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ রোগী ভর্তি হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, ডায়রিয়া আক্রান্তদের মধ্যে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের গোহালবাড়ী গ্রাম ও খানে আলমপুর গ্রাম থেকে হাসপাতালে বেশি রোগী ভর্তি হয়েছে। এ ছাড়াও উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের খাসপাড়া, গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক, বীরেশ্বরপুর, ইমামনগর, ভোলাহাট সদর ইউনিয়নের তেলীপাড়া, বাহাদুরগঞ্জসহ বিভিন্ন এলাকাতে ডায়ারিয়ার প্রকোপ বেড়েছে।


ভর্তি হওয়া রোগীদের মধ্যে কেউ কেউ চিকিৎসা নিয়ে চলে গেছে আবার কেউ কেউ বেসরকারি ক্লিনিকে ও বাড়িতে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।


ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহফুজ আহমেদ জানান, এলাকার মানুষ সচেতন না হলে পানিবাহিত ডায়রিয়ার প্রকোপ আরো বেড়ে যেতে পারে। তবে আবহাওয়া পরিবর্তনের সময় রোটা ভাইরাসজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তিনি বলেন, এ প্রকোপ ঠেকাতে স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা ও সচেতনতা বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ভোলাহাটে স্বাস্থ্য কমপ্লেক্স ইনচার্জ ডা. এনামুলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। গত সপ্তাহেই সেখানে দুজন অতিরিক্ত চিকিৎসকও নিযুক্ত করা হয়েছে।


বিবার্তা/জাকির/পলাশ/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com