
সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটিতে গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন। একই কমিটিতে ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুকে সদস্য করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বাআয়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদনের সংবাদ প্রকাশিত হয়।
আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিনিয়ন পরিষদ ও গুরুদাসপুর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।
আজিজ আওয়ামী লীগের শাসনামলে একাধীকবার হামলা,রাজনৈতিক মামলায় এবং হয়রানীর শিকার। বিগত সরকার আমলে গুরুদাসপুর বড়াইগ্রামে কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।
কমিটির নবনির্বাচিত সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, আগামী দিনের তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখবো। নাটোর জেলা বিএনপিকে সুসংগঠিত করতে কাজ করে যাব।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরি বাবুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ রয়েছেন।
সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন ছবি, আবুল কাসেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তফা, সুফিয়া হক এবং রঞ্জিত কুমার সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটিতে আহব্বায়ক করা হয়েছিল প্রয়াত আমিনুল হককে ও সদস্য সচিব করা হয়েছিলো রহিম নেওয়াজকে।আহ্বায়ক দায়িত্বে থাকা অবস্থায় আমিনুল হকের মৃত্যুতে ভারপ্রাপ্ত আহ্বায়ক দায়িত্ব দেওয়া হয়েছিল শহিদুল ইসলামকে বা”কুকে।# ০২-০২-২০২৫
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]