'ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে'
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭
'ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে'
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে শান্ত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। তার এই ফ্যাসিবাদী অপশক্তির ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে।


শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বান্দরবান জেলার লামা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


উপজেলা জামায়াতে ইসলামী’র আমির কাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বান্দরবান জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চকরিয়া উপজেলার সাবেক আমির মাওলানা ছাবের আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক হামেদ হাসান ও জামায়াতে ইসলামী’র বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফারুক আহমদ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন।


বতর্মান সরকারের উদ্দেশে সম্মেলনের প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান বলেন, ‘৫৩ বছরে বাংলাদেশের কোনো শাসকের পক্ষে বাংলাদেশে শান্তি উপহার দেওয়া সম্ভব হয়নি। আপনাদের মাধ্যমে এ দেশের মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। এ ধরনের একটি মানবিক বাংলাদেশ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে জনগণ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করাবেন।


কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামী ছাত্রশিবির’র লামা শাখার সভাপিত মোহাম্মদ আব্দুল্লাহ, লাইনঝিরি দাখিল মাদ্রাসারসহ সুপার মাওলানা মো. ইলিয়াছ, ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব প্রমুখ।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com