
লক্ষ্মীপুরের রায়পুরে গোয়াল ঘরের দেয়াল ভেঙে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৩ টি গরু 'ডাকাতির' ঘটনা ঘটেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমেদ লিটনের চরপাতা গ্রামের বাড়িতে এ লুটের ঘটনা ঘটে।
খবর পেয়ে রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া রাতেই রায়পুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ইউপি সদস্য লিটন।
ইউপি সদস্য ছালেহ আহমেদ লিটন জানান, গোয়াল ঘরের দরজায় তালা দেওয়া ছিল। তালা কিংবা দরজা ভাঙা হয়নি। দেওয়াল ভেঙে তার ৩ টি গরু ডাকাতি করে নিয়ে গেছে। গরু তিনটির বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
ইউপি চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়াল ভেঙে লিটনের তিনটি গরু নিয়ে গেছে। সম্প্রতি আশপাশে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। গরুর মালিকদের আরও সচেতন হতে হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছেন। আশা করি গরুগুলো উদ্ধারসহ তারা এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। হয়তো টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সুমন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]