
ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ছিল।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সোনাগাজী- ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে সোনাগাজী -ফেনী সড়কের লক্ষীপুর রাস্তার মাথায় ফেনীগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান। এতে অটোরিকশার চালকসহ ৫জন গুরুতর আহত হয়। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে উপজেলার দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের নুরুল হকের ছেলে ও চট্টগ্রামের কাজির দেওড়ীর ব্যবসায়ী।
আহতরা হলেন, নিজামের স্ত্রী -দিলারা বেগম নার্গিস, তার মেয়ে নিঝুম আক্তার ও ছেলে আবির হোসেন। আহত চালকের নাম পাওয়া যায়নি।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]