
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সন্তানরা কোথায় যায়, কী করে সেদিকে নজর রাখার জন্য অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষার্থীদের সঠিকপথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
রাজশাহী মহানগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ তিনি এসব বলেন।
১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অভিভাবক সমাবেশে পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন।
তিনি আরও বলেন, আমরা সবসময় চেষ্টা করি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বড় হতে পারে। মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যাগুলো থেকে তাদের দূরে রাখতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, আকর্ষণীয় শ্রেণী কার্যক্রম, মাল্টিমিডিয়া ফেসিলিটিজ, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, উন্নত নৈতিক চরিত্র ও সার্বিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।
এর আগে পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।
অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]