নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মাদক পাচারকারীর মৃত্যু, আটক ১
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৩
নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মাদক পাচারকারীর মৃত্যু, আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে।


অভিযান চলাকালীন সময়ে নদীতে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) মারা যায়। নিহত ব্যক্তি শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)।


আটককৃত মাদক পাচারকারী হল, টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকার বাসিন্দার আব্দুল জব্বারের ছেলে মুহাম্মদ তুহিন (২০)।


কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।


এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‌্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ইঞ্জিন চালিত কাঠের বোট গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড টহল দল বোটটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে অবস্থানরত ৫ জন ইয়াবা পাচারকারী সমুদ্রে লাফ দেয়।


কোস্টগার্ড আভিযানিক দল ২ জন ইয়াবা পাচারকারীকে সমুদ্র হতে উদ্ধার করা হয়। বাকি ৩ জন শাহপরী দ্বীপ বেরিবাঁধ এলাকা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে বোট থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


উদ্ধারকৃত ২ জন পাচারকারী হতে আব্দুস সবি (৫০) পানিতে ডুবে যায়। ১৫ মিনিট উদ্ধার অভিযান শেষে মাদক কারবারি আব্দুস সবিকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


তিনি বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com