লক্ষ্মীপুরে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬
লক্ষ্মীপুরে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জে হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের উদ্যোগে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজারেরও বেশি রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।


শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী উপজেলার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়রাম্যান মো. আবদুর রহমান খান।


হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশ এর সভাপতি ডাঃ জিয়াউর রহমান ও সংগঠনের উদ্যোক্তা এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. আবু হান্নান লাভলুর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি বাহার, ভাটরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এএসএম সেলিম, দল্টা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো. মনির হোসেন সুমন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


আয়োজক আবু হান্নান লাভলু জানান, গ্রামের দুঃস্থ লোকজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে হাজার হাজার টাকা গুণতে হয়। অনেক লোকজন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করে হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হয় চিকিৎসা সেবা, চলে বিকেল পর্যন্ত। দুই হাজারের বেশি রোগী এ মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র পেয়েছে। প্রায় শতাধিক প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।


তিনি জানান, ক্যাম্পে ৭০ জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক ২০ টি স্টলে এ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবীরাও তাদের মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছে।


হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের সভাপতি ডা. জিয়াউর রহমান বলেন, আমরা এ অঞ্চলের মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিতে আসছি। এালাকার মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পায়, সেটাই আমাদের লক্ষ্য। জনসেবা হিসেবেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন।


তিনি আরও বলেন, চিকিৎসা ক্যাম্পে দাঁত তোলা, দাঁত পরিষ্কার, স্কেলিং করা, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সকল প্রকার সার্জারি, মুখের ক্ষত ও ক্যান্সার স্ক্রেনিং করা, শিশুদের দাঁত তোলাসহ বিভিন্ন প্রকার দাঁতের চিকিৎসা করা হয়েছে।


এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি আগত রোগীরা।


বিবার্তা/সুমন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com