ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৮
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বক্তারা।


শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সভায় জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক কপিল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুুল ইসলাম তুহিন, জোনাকি সংসদের সভাপতি মহিবুল হক রাসেল, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, সিনিয়র সাংবাদিক রবিউল হক রবি, আসাদুজ্জামান দারা, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, একাডেমি ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি রবিউল হক রবিন, ম্যানসেস্টার ক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা প্রথম বিভাগ টিমের খেলোয়াড় মো: শাহাদাত হোসেন, ইয়ংস্টার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম, ড্রাগন করাতের সভাপতি মাহফুজুর রহমান, আরাপাত রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক জাহিদুর রহমান, রামপুর গোল্ডেন সংসদের সভাপতি মো: রাসেল পাটোয়ারী, ব্রাদার্স ক্লাবের সভাপতি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনর সহ সভাপতি মতিউর রহমান সোহেল, ফুটবল প্লেয়ার গিয়াস উদ্দিনসহ জেলার সাবেক বর্তমান খেলোয়াড় ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, প্রকৃত ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের বাদ দিয়ে ফ্যাসিবাদী কায়দায় অপেশাদার লোকদের দিয়ে কমিটি করা হয়েছে। এ কমিটির ৯ সদস্যের মধ্যে ৮ জনকেই কখনো মাঠে দেখা যায়নি। বিতর্কিত এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত ফেনীতে কোন খেলায় জেলার কোনো খেলোয়াড় অংশ নিবে না। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত এ কমিটি বাতিল করা না হলে জেলার সকল উপজেলার খেলোয়াড়রা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।


প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি জেলাপ্রশাসককে আহ্বায়ক করে ৯ সদস্যের জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় যুব ও ক্রীড়া পরিষদ। কমিটি অনুমোদনের পর থেকে ফেনীর ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। ইতিমধ্যে কমিটির সদস্য আম্পায়ার জয়নাল আবদীন পদত্যাগ করেছেন।


বিবার্তা/মনির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com