লামার রুপসীপাড়ায়
পাহাড় কেটে রাস্তা ভরাট, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫
পাহাড় কেটে রাস্তা ভরাট, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
লামার রুপসীপাড়ায় পাহাড় কেটে রাস্তা ভরাট, ছবি- মো. নুরুল করিম আরমান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় এক নারীর বিরুদ্ধে পাহাড় কেটে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও, পাহাড়ের মাটি রাস্তার উপর ফেলে চলাচলে প্রতিবন্ধকতাও সৃষ্টি করছেন ওই নারী। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের আর্মি ক্যাম্প সংলগ্ন মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে এ অভিযোগ। প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি তোলেন স্থানীয়রা।


অভিযোগে জানা যায়, উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী মৌজার আর ৭৮১নং হোল্ডিং মূলে আবদুল মান্নানের নামে ৫ একর জায়গা রয়েছে। বসতঘর নির্মাণ করার মত নিজস্ব কোন জায়গা না থাকায়, মানবিক দিক চিন্তা করে ১০-১১ বছর আগে কিছু অংশে অসহায় মরিয়ম বেগমকে ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে থাকতে দেন আবদুল মান্নানের স্ত্রী উতলুমা বেগম। শর্ত ছিল যখনিই জায়গার মালিক জায়গা ছেড়ে দিতে বলবেন, তখনিই মরিয়ম বেগম জায়গা ছেড়ে দিবেন। অথচ কিছুদিন আগে স্থানীয় মো. শফি ও মজিদ পিসি’র প্ররোচনায় জায়গার অংশ মরিয়ম বেগমের বলে দাবি তোলেন। এর পাশাপাশি নতুন করে আরেকটি ঘর নির্মাণের জন্য গত কযেকদিন ধরে পাহাড় কেটে মাটি রুপসীপাড়া-টিয়ারঝিরি পাড়া যাতায়াতের রাস্তার উপর ফেলেন। এতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন ৩-৪ হাজার মানুষ যাতায়াত করেন। পাহাড় কাটার ফলে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণ হানির আশঙ্কা রযেছে বলে জানান স্থানীয়রা।


স্থানীয় টিয়ারঝিরির বাসিন্দা মেনওয়াই মুরুং, মেনহাত মুরুং, লালু কারবারী, রেংওয়াই মুরুং ও কবির আহমদ বলেন, মরিয়ম বেগম গত কয়েকদিন ধরে পাহাড় কেটে আমাাদের টিয়ারঝিরি যাতায়াতের রাস্তার মুখে মাটি ফেলছেন। এতে চলাচল করা কস্ট হয়ে পড়েছে। একাধিকবার মাটি সরানোর জন্য বলা হলেও মরিয়ম বেগম রাস্তা থেকে মাটি সরাচ্ছেন না। বর্ষা আসলে মোটেও হাটা যাবেনা। তাই এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।


তবে অভিযুক্ত মরিয়ম বেগম জানান, ঘর করার কারণে রাস্তার উপর মাটি ফেলতে হয়েছে। দু এক দিনের মধ্যে মাটি সরিয়ে নিয়ে রাস্তা পরিস্কার করে দিবো। এছাড়া এ জায়গা আমার, উতলুমা বেগমের নয়।


এ বিষয়ে গ্রাম পুলিশ মোফাজ্জল হোসেন বলেন, উতলুমা বেগমসহ স্থানীয়রা অভিযোগ করার পর একাধিকবার বিষয়টি মিমাংশার চেস্টা করেছি, কিন্তু মরিয়ম বেগমরা এগিয়ে না আসায় সমাধা করা যায়নি।


এদিকে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, শাহা আলম জানায়, উতলুমা বেগমের অভিযোগ পাওয়ার পর মরিয়ম বেগমকে আপাতত বিরোধীয় জায়গার উপর কাজ না করার জন্য বলা হয়েছে। শীঘ্রই উভয়পক্ষকে নিয়ে বসে বিরোধ মীমাংসা করে দেওয়া হবে।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com